কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর - ২৪ ও ২৫

জিকে পোস্ট - ৩০২

1. অনুর্ধ উনিশ বিশ্বকাপ 2018 ক্রিকেটে ভারতের নেতৃত্ব কে দেবেন?
- পৃথ্বী সাউ
2. ‎অনুর্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপ 2018 কোথায় অনুষ্ঠিত হবে?
- নিউজিল্যান্ড
3. ‎মারাদোনাকে টপকে নাপোলির সর্বোচ্চ গোলদাতা কে হলেন?
- মারেক হামসিক
4. ‎ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যামবাসাডর কে হলেন?
- রণবীর সিং
5. ‎মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বাজারে নতুন বন্ধুক নিয়ে আসছে গান এন্ড শেল ফ্যাক্টরি কাশীপুর। তার নাম কি?
- অশনি এমকে টু
6. ‎টেমবিন কোথাকার ঝড়?
- দক্ষিণ ফিলিপিন্স
7. ‎সম্প্রতি লালুপ্রসাদ যাদব পশুখাদ্য মামলায় আবার জেলে গেলেন। এই নিয়ে কতবার জেলে গেলেন তিনি?
- 8 বার
8. ‎সম্প্রতি গুগল কোন ভারতীয় সঙ্গীতকারের 93 তম জন্মদিনে সন্মান জানালো?
- মোহম্মদ রফি
9. ‎কোন ভারতীয় বিমান পরিবহন কোম্পানি প্রথম দিনে 1000 টি বিমান ওড়ালো?
- ইন্ডিগো
10. ‎proud maker of india 2017 অ্যাওয়ার্ডে কে ভূষিত হলেন?
- মানুশী চিল্লার
​11. এআইএডিএমকে এর নির্বাচনী প্রতীক কি?
- জোড়া পাতা
​12. ‎ক্রিক লেনের নতুন নাম কি?
- ডা. আর আহমেদ সরনী
​13. ‎কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রীর মন্ত্রীর নাম কি?
- অর্জুন রাম মেঘওয়াল
​14. ‎বাতানুকূল লোকাল ট্রেনের যাত্রা কোথায় শুরু হলো?
- মুম্বাইয়ের অন্ধেরি থেকে চার্চগেট
​15. ‎হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি?
- জয়রাম ঠাকুর
​16. ‎শুভঙ্কর শর্মা কোন খেলার সাথে যুক্ত?
- গল্ফ
​17. ‎বোলার্স হেলমেট পরে প্রথম বল করলেন কে?
- ওয়ারেন বার্নেস
​18. ‎IPL সম্প্রচারের নতুন স্বত্ব পেলো কে?
- স্টার ইন্ডিয়া
​19. ‎ভারতের কনিষ্ঠতম টি-টুয়েন্টি অভিষেককারীর নাম কি?
- ওয়াশিংটন সুন্দর
20. ‎মিল্লি মুসলিম লীগ রাজনৈতিক দল তৈরি করলো কে?
- হাফিজ সাঈদ




Post a Comment

Previous Post Next Post