১৯৫২ থেকে ১৯৮৫ পর্যন্ত ভারতের উল্লেখযোগ্য প্রকল্প ও তার উদ্দেশ্য
- সমষ্টি উন্নয়ন কর্মসূচি (CDP) - ১৯৫২- গ্রামীন শ্রমসম্পদের সদব্যাবহার ও তাদের প্রত্যক্ষ অংশগ্রহন , আত্মনির্ভরশীলতা , ও সহযোগিতার মাধ্যমে গ্রামীন অর্থ ব্যবস্থার উন্নতিসাধন ।
- পরিবার পরিকল্পনা নীতি (FPP) - ১৯৫২ - জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রন
- সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (NRLM) - ১৯৫৪ - সরকারী কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য প্রকল্পে উন্নতির জন্য ।
- নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচী (IADP) - ১৯৬০-৬১ - ঋণ , বীজ , সার , ও অন্যান্য যন্ত্রপাতি কৃষকদের প্রদান করা ।
- নিবিড় কৃষিক্ষেত্র কর্মসূচি (IAAP) - ১৯৬৪-৬৫ - বিশেষ কৃষি প্রকল্পের উন্নয়ন
- উচ্চফলনশীল জাতের কর্মসূচী - ১৯৬৬-৬৭ - উন্নত প্রজাতীর বীজ , সার , ও অন্যান্য কৃষি উপকরণ প্রয়োগ করে খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করা ।
- মহারাষ্ট্রে নিয়োগ নিশ্চয়তা কর্মসূচি (HYVP) - ১৯৭২-৭৩ - গ্রামাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করা
- গ্রামীন জল সরবরাহ প্রকল্প (ARWSP) - ১৯৭২-৭৩ - গ্রামে পানীয় জল সরবরাহ করা
- গ্রামীন কর্মসংস্থানের ক্র্যাশ স্কীম ( CSRE) - ১৯৭২-৭৩ - গ্রামীন কর্মসংস্থানের ব্যবস্থা করা
- প্রান্তিক কৃষক ও কৃষিশ্রমিক এজেন্সি (MFALA) - ১৯৭৩-৭৪ - প্রান্তিক চাষি ও কৃষিশ্রমিক উন্নয়নের ব্যবস্থাপনা গ্রহন করা
- খরাপ্রবন ক্ষেত্র কর্মসূচি ( DPAP) - ১৯৭৩ - ভূগর্ভস্থ জলের সংরক্ষন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও ক্ষরা মোকাবিলা করা
- ক্ষুদ্রচাষী উন্নয়ন এজেন্সি (SFDA)- ১৯৭৪-৭৫ - ক্ষুদ্রচাষীদের আর্থিক ও কারিগরী সহয়তার ব্যবস্থা করা
- আয়ত্ত ক্ষেত্র উন্নয়ন কর্মসূচী ( CADP) - ১৯৭৪-৭৫ - বৃহৎ ও মধ্যম প্রকল্পে অপেক্ষাকৃত ভালো ও দ্রুত জলসেচ ক্ষমতা
- ২০ দফা কর্মসূচি ( TPP) - ১৯৭৫ - দারিদ্র দূরীকরণ ও জীবনের মানোন্নয়ন
- সুসংহত শিশু বিকাশ পরিষেবা (ICDS)- ১৯৭৫ - ৬ বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের অপুষ্টি প্রতিরোধ করতে সহায়তা করা
- কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প (FWP)- ১৯৭৭-৭৮- উন্নয়নের কাজ করার জন্য শ্রমিকদের খাদ্য প্রদান
- অন্তোদয় যোজনা ( AY) - ১৯৭৭-৭৮ - শুধুমাত্র রাজস্থান রাজ্যে গরীবতম পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাধীন করা
- স্বনিয়োজিত কর্মসংস্থানের জন্য গ্রামের যুবকদের প্রশিক্ষণের কর্মসূচী ( TRYSEM ) - ১৯৭৯ - গ্রামীণ বেকার যুবকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে উপযুক্ত ট্রেনিং
- সুসংহত গ্রামীন উন্নয়ন প্রকল্প (IRDP) - ১৯৮০ - স্বনিযুক্তির মাধ্যমে গ্রামের গরীবদের সর্বব্যাপী উন্নয়ন
- জাতীয় গ্রামীন কর্মসংস্থান কর্মসূচী (NREP) - ১৯৮০ - গ্রামের গরীবদের লাভজনক কর্মসংস্থানের সম্ভাবনার সৃষ্টি
- গ্রামীন মহিলা ও শিশুদের উন্নয়ন কর্মসূচী (DWCRA) -১৯৮২- দারিদ্রসীমার নীচে বসবাসকারী গ্রামের পরিবারের মহিলাদের উপযুক্ত কর্মনিযুক্তি প্রকল্প চালু করা
- গ্রামীন ভূমিহীন দের কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি (RLEGP) -১৯৮৩- ভূমিহীন কৃষক / শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া
- শিক্ষিত বেকার যুবকদের স্বনিযুক্তি (SEEUG) -১৯৮৩-৮৪- স্বনির্ভরতার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবকদের আর্থিক ও কারিগরী সহায়তা
- ইন্দিরা আবাস যোজনা (IAY) - ১৯৮৫ - গ্রামের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করা
- সুসংহত শস্যবীমা প্রকল্প (CCIS) - ১৯৮৫ - কৃষিশস্যের বীমাকরণ