অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স

জিকে পোস্ট - ২৩১ 

প্রশ্ন - SBI এর বর্তমান চেয়ারপার্সনের নাম কি ? 
উঃ অরুন্ধতী ভট্টাচার্য
প্রশ্ন - IFSC এর পুরো কথা কি ? 
উঃ International Finance Services Centre
প্রশ্ন- US crude oil - ভারতের কোন বন্দরে  নামানো হল ? 
উঃ ওড়িশ্যার পারাদ্বীপ বন্দরে
প্রশ্ন - কত সালে US -তেল এক্সপোর্ট করা বন্ধ করে ? 
উঃ ১৯৭৫ সালে
প্রশ্ন - কোন মন্দিরকে ' স্বচ্ছ আইকনিক প্লেস ' আখ্যা দেওয়া হল ? 
উঃ মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির
প্রশ্ন - ২০১৭ মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন কারা ? 
উঃ Jeffrey C Hall, Michael Rosbash এবং Michael W Young
প্রশ্ন - মেডিসিনে নোবেল পুরস্কারে কত অর্থ দেওয়া হল ? 
উঃ £825,000 বা 7,15,7,350 ভারতীয় টাকা
প্রশ্ন - ক্যানাডার নতুন ডেমোক্র্যাটিক পার্টির নেতা হলেন কোন ভারতীয় ? 
উঃ জগমীত সিং
প্রশ্ন - জগমীত সিং জীবিকা কি ? 
উঃ ওকালতি
প্রশ্ন - স্বচ্ছ অন্ধ্র মিশন - এর ব্রান্ড অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হল ? 
উঃ পি ভি সিন্ধু
প্রশ্ন - অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর কে ? 
উঃ মিস্টার ই এস এল নরসিমহা
প্রশ্ন -Indian Weightlifting Federation এর প্রেসিডেন্ট কে  ? 
উঃ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য
প্রশ্ন - International Weightlifting Federation কত সালে প্রতিষ্ঠা হয় ? 
উঃ ১৯০৫ , হাঙ্গারীর বুদাপেস্টে এর হেডকোয়ার্টার
প্রশ্ন - অনিল আম্বানীর কোম্পানী আর-কম - কোন কম্পানীর সাথে গাঁটছড়া ভাঙল ? 
উঃ এয়ারসেল
প্রশ্ন - কাতার এয়ারলাইন্স সম্প্রতী কোন এয়ারলাইন্সের ৪৯% শেয়ার দখল নিয়েছে বলে ঘোষনা করল ? 
উঃ ইতালির মেরিডিয়ানা এয়ারলাইন্সের
প্রশ্ন - চেন্নাইয়ে অনুষ্ঠিত Indian National Motorcycle Racing Championship এ পর পর ৬টি জয়ের নজির কে গড়লেন ?
উঃ টিভিএস এর জগন কুমার 
প্রশ্ন - ফীফা ফুটবল বিশ্বকাপ কত থেকে কত তারিখ পর্যন্ত হবে ?
উঃ ৬-২৮শে অক্টোবর


Post a Comment

Previous Post Next Post