জীবনবিজ্ঞানের ২৫টি জিকে

প্রশ্নঃ মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উঃ স্নায়ুকোষ । 
প্রশ্নঃ মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কটি ?
উঃ ১২ জোড়া বা ২৪ টি । 
প্রশ্নঃ  মানবদেহের সবথেকে হালকা অস্থির নাম কি ?
উঃ ন্যাসো টারবিনালস ।
প্রশ্নঃ সারাদেহে রক্তপ্রবাহ হতে কত সময় লাগে ?
উঃ ২২ সেকেন্ড । 
প্রশ্নঃ  প্রাপ্তবয়স্ক মানুষের সারাশরীরের চর্মের ক্ষেত্রফল কত ?
উঃ ১.৮ বর্গ মিটার 
প্রশ্নঃ  মস্তিষ্কের মোট কোষের সংখ্যা কত ?
উঃ আনুমানিক ১০,০০০ মিলিয়ন । 
প্রশ্নঃ মানবদেহের কঠিনতম অংশ কোনটি ?
উঃ দাঁতের এনামেল । 
প্রশ্নঃ  কোন প্রাণীর রক্তে নিউক্লিয়াস যুক্ত লোহিত কণিকা আছে ?
উঃ উট । 
প্রশ্নঃ  মানবদেহে সবথেকে শক্তিশালী পেশী কোনটি ?
উঃ চোয়ালের পেশী । 
প্রশ্নঃ জন্মের আগেই দাঁত পড়ে যায় কোন স্তন্যপায়ী প্রানীদের ?
উঃ তিমি , প্ল্যাটিপাস ও শ্লথ । 
প্রশ্নঃ  কোন স্তন্যপায়ী প্রানীদের শীতঘুম দেখা যায় ?
উঃ বাদুড় ও কাঠবিড়ালী । 
প্রশ্নঃ মানবদেহে তাৎক্ষনিক শক্তি যোগায় কোন অঙ্গ ?
উঃ লিভার । 
প্রশ্নঃ ইঁদুর বাহিত রোগগুলির নাম কি ?
উঃ র‍্যাট বাইট , প্লেগ । 
প্রশ্নঃ মাছি কি কি রোগ ছড়ায় ?
উঃ টাইফয়েড , আমাশয় , কলেরা । 
প্রশ্নঃ ম্যালেরিয়া ছড়ায় কোন মশা ?
উঃ স্ত্রী অ্যানিফিলিস মশা । 
প্রশ্নঃ  গোদ ছড়ায় কোন মশা ?
উঃ কিউলেক্স মশা গোদ বা ফাইলেরিয়া ছড়ায় । 
প্রশ্নঃ রিল্যাক্সিং জ্বরের কারন কোন প্রানি ?
উঃ উকুন । 
প্রশ্নঃ বিছানার ছারপোকা কি রোগ ছড়ায় ?
উঃ কালাজ্বর রোগ । 
প্রশ্নঃ ককলিয়া কোথায় থাকে ?
উঃ মানবদেহের অন্তঃকর্ণে । 
প্রশ্নঃ ইউচেস্টিয়ান নালী কোথায় থাকে ?
উঃ মধ্যকর্ণ ও গলবিলে । 
প্রশ্নঃ অটোলিথ যন্ত্রের কাজ কি ?
উঃ দেহে ভারসাম্য বজায় রাখা । 
প্রশ্নঃ পাকস্থলীর মাস্টকোশ থেকে কি ক্ষরিত হয় ?
উঃ হিস্টামিন ক্ষরিত হয় । 
প্রশ্নঃ পেপসিনোজেন ক্ষরিত হয় কোথা থেকে ?
উঃ পাকস্থলীর পেপটিক কোশ বা চিফ কোশ থেকে ।
 প্রশ্নঃ পাকস্থলীর আরজেন্টাফিন কোশ থেকে কি হরমোন ক্ষরিত হয় ?
উঃ সেটাটোনিন  , গ্যাস্ট্রিন ও এন্টারো গ্লুকাগন । 
প্রশ্নঃ প্যারাটাইল কোশের আরেক নাম কি ?  এর থেকে কি ক্ষরিত হয় ?
উঃ প্যারাটাইল কোশের আরেক নাম অক্সিটোসিন কোশ , এর থেকে মূখ্যত HCL ক্ষরিত হয় । 


Post a Comment

Previous Post Next Post