ভৌতবিজ্ঞানের ৯ টি গুরুত্বপূর্ণ সূত্র

পোস্ট নং ঃ ১৪০ 

আর্কিমিডিসের নীতি ঃ কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি ঊর্ধ্বচাপ অনুভব করে , সেই চাপ বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান । অর্থাৎ বস্তুটির ওজনের আপাত হ্রাস অপসারিত তরলের ওজনের সমান হয় ।
অ্যাভোগাড্রোর সূত্র ঃ সম তাপমাত্রায় ও চাপে একই আয়তনের সমস্ত গ্যাসের অণুর সংখ্যা সমান হয় ।
নিউটনের মহাকর্ষের সূত্র ঃ এই বিশ্বের বস্তুগুলি পরস্পর পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তা বস্তু দুটির ভরের গুনফলের সমানুপাতিক ও তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক । পৃথিবীর উপরিপৃষ্ঠে বা তার কাছাকাছি কোনো বস্তুর ভর পৃথিবীর ভরের তুলনায় অনেক কম এবং বস্তু ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের ফলে বস্তু পৃথিবীর দিকে পতিত হয় । এই কারনে শূন্যস্থানে একটি সীসার চাকতি গিনি এবং একটি পালক সমবেগে নিচের দিকে নেমে আসে ।
নিউটনের প্রথম গতিসূত্র ঃ বাহ্যিক প্রযুক্ত বলের দ্বারা অবস্থার পরিবর্তন না ঘটালে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং চলমান বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল থাকে । এই সূত্রকে বলা হয় জাড্য সূত্র ।
নিউটনের দ্বিতীয় গতিসূত্র ঃ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল সরলরেখা বরাবর যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে ।
নিউটনের তৃতীয় গতীসূত্র ঃ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঘটে ।
ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র ঃ a) তড়িৎ বিশ্লেষণের সময় যে পরিমান রাসায়নিক পরিবর্তন ঘটে তা উৎপন্ন আধানের সঙ্গে সমানুপাতিক । b) একই পরিমান তড়িৎ আধান দ্বারা যে পরিমান পদার্থের ভর মুক্ত হয় , তা পদার্থগুলির রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক ।
ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রঃ  a) পরিবাহীর চারপাশের চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবর্তন ঘটানো হলে পরিবাহীর মধ্যে তড়িৎচুম্বকীয় প্রবাহ আবিষ্ট হয় ।   b) তড়িৎ চুম্বকীয় প্রবাহের মাত্রা , চুম্বকক্ষেত্রের পরিবর্তনের মাত্রার সঙ্গে সমানুপাতিক । c) আবিষ্ট তড়িৎ চুম্বকীয় প্রবাহের অভিমুখ , চুম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তনের উপর নির্ভর করে ।


Post a Comment

Previous Post Next Post