সাম্প্রতিক বিভিন্ন পদে নিযুক্ত ব্যক্তিত্ব

জিকে পোস্ট নাম্বার ঃ ২০৭ 

১। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এর প্রধান কে হলেন ?
উঃ অভয় কৃষ্ণ
২। আই এ এফ - এর  নতুন এয়ার অফিসার ইনচার্জ কে হলেন ?
উঃ হেমন্ত নারায়ণ ভাগবত
৩। অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও কে হলেন ?
উঃ শিখা শর্মা
৪। ভারতের রাষ্ট্রপতির নতুন সচিব কে হলেন ?
উঃ সঞ্জয় কোঠারি
৫। জে এস এফ এর নতুন সিইও কে হলেন ?
উঃ অজয় কানোয়াল
৬। বি এস ই এর নতুন চেয়ারম্যান কে হলেন ?
উঃ ধীরেন্দ্র স্বরূপ
৭। কমিটি অফ ফেয়ার মার্কেট কন্ডাক্ট এর প্রধান কে হলেন ?
উঃ টি কে বিশ্বনাথন
৮। পাঞ্জাব পুলিশের নতুন ডিএসপি কে হলেন ?
উঃ হরমনপ্রীত কাউর
৯। পেব্যাক ইন্ডিয়ার নতুন সিইও কে হলেন ?
উঃ গৌতম কৌশিক
১০। কাজাখস্থানে ভারতীয় রাষ্ট্রদূত কে হলেন ?
উঃ প্রভাত কুমার
১১। FICCI - এর নতুন সেক্রেটারী জেনারেল কে হলেন ?
উঃ সঞ্জয় বারু
১২। AIFF - এর ট্রান্সফার ডিস্পিউট কমিটির চেয়ারম্যান কে হলেন ?
উঃ ঊশানাথ ব্যানার্জি
১৩। SIDBI - এর সিএমডি কে হলেন ?
উঃ মহম্মদ মুস্থাফা
১৪। InCred Ropes এর বিপনন দূত কে হলেন ?
উঃ ক্রিকেটার রাহুল দ্রাবিড়
১৫। স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন ?
উঃ অক্ষয় কুমার
১৬। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে হলেন ?
উঃ রাজীব কুমার
১৭। ভারতের উপরাষ্ট্রপতি কে হলেন ?
উঃ এম বেঙ্কাইয়া নাইডু
১৮। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের - চেয়ারপার্সন কে হলেন ?
উঃ প্রসূন জোশী
১৯। লুক্সেমবার্গে নিযুক্ত ভারতীয় রাস্ট্রদূত কে হলেন ?
উঃ গায়ত্রী ঈশ্বর কুমার
২০। জেট এয়ারওয়েজের নতুন সিইও কে হলেন ?
উঃ বিনয় দুবে
২১। এক্সিম ব্যাঙ্কের নতুন এমডি কে হলেন ?
উঃ ডেভিড রাসকিনহা
২২। এইচ সি এল এর নতুন সিএমডি কে হলেন ?
উঃ সন্তোষ শর্মা
২৩। উপরাষ্ট্রপতির সচিব কে হলেন ?
উঃ আই ভি সুব্বা রাও
২৪। ইনফোসিস এর সম্প্রতি সিইও ও এমডি কে হলেন ?
উঃ ইউ বি প্রবীণ রাও
২৫। ইন্সলভেন্সি এন্ড ব্যাঙ্করাপ্টসি বোর্ড অফ ইন্ডিয়ার একজিকিউটিভ ডিরেক্টর কে হলেন ?
উঃ মমতা সুরি


Post a Comment

Previous Post Next Post