বিবিধ জিকে ২৫ টি

1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পটির অভিযান প্রথম কোথা থেকে শুরু হয়?
উঃ হরিয়ানার পানিপথ থেকে।
2. ভারতের কোথায় প্রথম 'ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিক' প্রতিষ্ঠান স্থাপিত হবে বলে ঘোষিত হয়?
উঃ কেরল।
3. ভারতের প্রথম কোন মহিলা অফিসার কে 'Guard of Honour' সম্মানে সম্মানিত করা হয়?
উঃ পূজা ঠাকুর।
4. 2015 এর 25 জানুয়ারি উদযাপিত 'জাতীয় ভোটার দিবসে' র থিম কি ছিল?
উঃ 'Easy Registration,Easy Correction' .
 5.  63তম মিস ইউনিভার্স হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
উঃ পৌলিনা ভেগা।
6.  'নাসা' মাটির আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন কৃত্রিম উপগ্রহ চালু করেছেন?
উঃ SMAP .(Soil Moisture Active
Passive)


7.  সম্প্রতি কে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন?
উঃ মেরি ম্যাকগোয়ান ডেভিস।
8.  ভারতের প্রথম ওয়াই - ফাই পরিসেবা সম্বলিত মেট্রো শহর কোনটি?
উঃ কলকাতা (পার্ক স্ট্রিট)।
9.  সম্প্রতি কেন্দ্রীয় সরকার উত্তর প্রদেশে কোন যোজনা চালু করেছে?
উঃ সুকন্যা সমৃদ্ধি যোজনা।
10.  সম্প্রতি কোন ব্যাঙ্ক ভারতের মধ্যে 'ডিজিটাল ব্যাঙ্কিং পরিসেবা' চালু করেছে?
উঃ আই সি আই সি আই ব্যাঙ্ক।
11.  'নতুন দিল্লি বিশ্ব বইমেলা' কোথায় অনুষ্ঠিত হল?
উঃ প্রগতি ময়দান (নতুন দিল্লি)।
12.  পারমাণবিক শক্তিসম্পন্ন সারফেস -টু- সারফেস মিসাইল 'পৃথ্বী- টু' কোথায় উৎক্ষেপণ করা হয়েছে?
উঃ ওড়িশার চাঁদিপুরে।
13.  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিচারে 2015 সালের 'হল অফ ফেম 'কে নির্বাচিত হয়েছেন?
উঃ অনিল কুম্বলে।
14. কেন্দ্রীয় ভু -বিজ্ঞান মন্ত্রক বায়ুর গুণমান পরীক্ষা করার জন্য মহারাষ্ট্রের পুনেতে কোন মোবাইল অ্যাপস চালু করল?
উঃ Safar - Air ।
15. কোন বাঙালি ক্রিকেটার মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য পদ লাভ করেছেন?
উঃ সৌরভ গাঙ্গুলি।
16. 87তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত চলচিত্রের নাম কি?
উঃ বার্ডম্যান।
17. ফোর্বস পত্রিকার সমীক্ষা অনুযায়ী সবচেয়ে ধনী ব্যাক্তির নাম কি?
উঃ বিল গেটস।
18.নারী সুরক্ষা ,কন্যা শিশুদের নিরাপত্তার বিষয়ে শ্রেষ্ঠ উপস্থাপনার জন্য কোন বলিউড অভিনেত্রী 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেন্ডার জাস্টিস' থেকে উপযুক্ত সম্মানে ভূষিত হন?
উঃ রানি মুখার্জি।
19. দিল্লির নির্ভয়া কান্ডকে নিয়ে তেরি করা তথ্যচিত্র 'ইন্ডিয়াজ ডটার' এর পরিচালকের নাম কি?
উঃ লেসলি উডউইন।
20.মহিলাদের সুরক্ষার কথা ভেবে তিরুবন্তপুরম সিট পুলিশ কোন মোবাইল অ্যাপ চালু করেছে?
উঃ অ্যাপ -আই -সেফ।
21. পঁয়ষট্টি বছরের পুরনো ভারতে 'পরিকল্পনা কমিশনে'র জায়গায় নতুন গঠিত হওয়া কমিশনের নাম কি?
উঃ নীতি আয়োগ।
22. জরুরি অবস্থায় মহিলাদের সাহায্য করার জন্য দিল্লি পুলিশ যে মোবাইল অ্যাপ চালু করেছে তার নাম কি?
উঃ হিম্মত।
23. কেন্দ্রীয় সকারের 'নীতি আয়োগ' এ ভাইস চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
উঃঅরবিন্দ পানাগড়িয়া।
24. ভারতের ক্রীড়া মন্ত্রক 'ন্যাশনাল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া'র নতুন নামকরণ কি করেছেন?
উঃবক্সিং ইন্ডিয়া।
25.কোথায় বিশ্বের ক্ষুদ্রতম গুয়ানা প্রজাতির টিকটিকি আবিষ্কৃত হয়েছে ?
উঃপশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলে।

Post a Comment

Previous Post Next Post