২৫ টি গুরুত্বপূর্ণ যন্ত্র ও তাদের কাজ

জিকে পোস্ট ঃ ২২০ 

১। তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যাবসর্বশোমিটার
২। ত্বরণ বা কম্পন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যাক্সিলেরোমিটার
৩। অম্লের ঘনত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যাসিডিমিটার
৪। আপতিত বিকিরণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যাকটিনোমিটার
৫। গ্যাসের ওজন বা ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি ?
উঃ এরোমিটার
৬। দ্রবণে অ্যালকোহলের অনুপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যালকোহলোমিটার
৭। অতি উঁচু স্থানের উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অল্টিমিটার
৮। বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যামিটারের সাহায্যে
৯। বায়ুপ্রবাহের চাপ ও গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যানেমোগ্রাফ
১০। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যানেমোমিটার
১১। আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্রের নাম কি ?
উঃ অ্যারিওমিটার
১২। আভ্যন্তরীণ হাড়ের সন্ধিপরীক্ষা করার যন্ত্রের নাম কি ?
উঃ আর্থোস্কোপ
১৩। বায়ুর বাস্পীভবন ক্ষমতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অ্যাটমোমিটার
১৪। কর্ণদ্বারা উপলব্ধির তীক্ষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অডিওমিটার
১৫। বিবর্ধন ক্ষমতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ অক্সোমিটার
১৬। বায়ুচাপ লিপিবদ্ধ করার যন্ত্রের নাম কি ?
উঃ ব্যারোগ্রাফ
১৭। বিকীর্ণ শক্তি বা অবলোহিত শক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ বোলোমিটার
১৮। শ্বাসনালী পরীক্ষার যন্ত্রের নাম কি ?
উঃ ব্রঙ্কোস্কোপ
১৯। হৃৎপিণ্ডের গতিপ্রকৃতি লিপিবদ্ধ করার যন্ত্রের নাম কি ?
উঃ কার্ডিওগ্রাফ
২০। ক্ষুদ্র উল্লম্ব দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ ক্যাথেটোমিটার
২১। পৃথিবীর উপর মেঘের উচ্চতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ সিলোমিটার
২২। বজ্রপাত ও বিদ্যুৎ লিপিবদ্ধ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ সেরাউনোগ্রাফ
২৩। কোনও ঘটনার নির্দিষ্ট মুহূর্ত লিপিবদ্ধ করার যন্ত্রের নাম কি ?
উঃ ক্রোনোগ্রাফ
২৪। সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ ক্রোনোমিটার
২৫। খুব ছোট সময়ের ব্যবধান নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ ক্রোনোস্কোপ


Post a Comment

Previous Post Next Post