কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি - ১৩, ১৪ ,১৫

জিকে পোস্ট - ৩২১ 


1. প্রথম এশিয়ান ও ভারতীয় হিসাবে কে সপ্তসমুদ্র পার করলেন কে?- রোহন মোরে
2. ‎ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পর্যটন নিয়ে 8 টি চুক্তি স্বাক্ষর করলো?- ওমান
3. ‎কোন রাজ্য সম্প্রতি ফ্রি বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার প্ল্যান ঘোষণা করল?- মহারাষ্ট্র
4. ‎ষষ্ঠ World Global Summit 2018 কোথায় অনুষ্ঠিত হবে?- দুবাই
5. ‎মোদি সম্প্রতি ওমানের কত বছর পুরোনো মন্দির দর্শন করলেন?- 125 বছর
6. ‎নাগা ইস্যু নিয়ে কথোপকথনে ভারতের হয়ে কে অংশগ্রহণ করবেন?- আর. এন. রবি
7. ‎বিজ্ঞানীরা বঙ্গোপসাগরের উত্তর উপকূলে কতপ্রকার নতুন প্রজাতির খোঁজ পেলেন?- তিন প্রকার
8. ‎আরব কোন দেশের সঙ্গে যুক্ত হয়ে উপসাগরে 'navy drill' তৈরি করলো?- ভারত
9. ‎শিবা কেশবন কোন খেলার সাথে যুক্ত?- লুইজ
10. ‎জোহান জোহানসন কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?- সঙ্গীত পরিচালক

1. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 2018 সালকে কোন বর্ষ হিসাবে ঘোষণা করেছে?- তেলেগু প্রমোশন ইয়ার
2. ‎AFSPA কোন রাজ্যকে 2018 সালের জুন মাসে পর্যন্ত ডিস্টার্ব এরিয়া হিসাবে ঘোষণা করেছে?- নাগাল্যান্ড
3. ‎সূর্যের চারিদিকে বায়ুমণ্ডলের অস্তিত্ব প্রমান করতে সম্প্রতি নাসা কোন মিশন চালু করলো?- parkar solar probe
4. ‎সম্প্রতি কোন কেন্দ্র শাসিত অঞ্চল পর্যটকদের সাহায্য করার জন্য পর্যটন বান্ধব পুলিশ ফোর্স চালু করলো?- পুদুচেরী
5. ‎2018 বিজ্ঞান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে?- গোয়া
6. ‎2022 সালের 39 তম ন্যাশনাল গেমস কোন রাজ্য আয়োজন করবে?- মেঘালয়
7. ‎সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে বায়োমেট্রিক কার্ড চালু করলো?- জিমাল্ট
8. ‎পাকিস্তান হকি দলের কোচের নাম কি?- হাসান সর্দার
9. ‎নবনির্বাচিত মধ্যপ্রদেশের রাজ্যপাল কে?- আনন্দিবেন প্যাটেল
10. ‎সাহিত্য একাডেমির নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি?- চন্দ্রশেখর কাম্বার

1. বিশ্বের কোথায় প্রথম রোবো স্কি কম্পিটিশন হলো?- দক্ষিণ কোরিয়া
2. ‎ভারতের প্রথম 'Highway capacity manual' কোথায় চালু হলো?- দিল্লি
3. ‎ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে ধনী?- অন্ধ্রপ্রদেশ
4. ‎ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে কম ধনী?- ত্রিপুরা
5. ‎সম্প্রতি চালু হয় বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের নাম কি?- গেভরা
6. ‎সম্প্রতি চালু হয় বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল কোথায় চালু হলো?- দুবাই
7. ‎উড়িষ্যার প্রথম মহিলা চিত্রপরিচালকের নাম কি?- পার্বতী ঘোষ
8. ‎চন্দ্রশেখর কাম্বার কোন ভাষার সাহিত্যের সাথে যুক্ত?- কন্নড়
9. ‎কোন দেশের প্রথম মহিলা হিন্দু আইনপ্রণেতা কৃষ্ণা কুমারী?- পাকিস্থান
10. ‎সম্প্রতি কোথায় প্রতিবন্ধীদের জন্য জাতীয় উদ্যান চালু হলো যেটি ভারতের মধ্যে প্রথম?- তেলেঙ্গানা


Post a Comment

Previous Post Next Post