কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি - ১৪ ,১৫ ও ১৬

জিকে পোস্ট - ৩১০ 

1. কোন বিমান সংস্থা মেয়েদের জন্য রিজার্ভেশন চালু করলো?- এয়ার ইন্ডিয়া
2. ‎'আর্মি ডে' কবে উদযাপন করা হয়?- 15 ই জানুয়ারি
3. ‎ইন্ডিয়ান আর্মির প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ কে?- কে এম কারিয়াপ্পা
4. ‎ওয়েলস ফুটবল দলের কোচের নাম কি?- র‍্যায়ান গিগস
5. ‎বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদক যন্ত্রের সাথে জড়িত?- সরোদ
6. ‎2018 তে কততম বিশ্ব বঙ্গবাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে?- চতুর্থ
7. ‎2018 বিশ্ব বঙ্গবাণিজ্য সম্মেলনে কতগুলি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন?- 30 টি
8. ‎2017 বঙ্গবাণিজ্য সম্মেলনে পার্টনার কান্ট্রি কোন দেশ ছিল?- জাপান
9. ‎ভারতের দরিদ্রতম রাজ্যের নাম কি?- বিহার
10. ‎প্রথম শুধুমাত্র মেয়েদের জন্য গাড়ির শোরুম চালু হলো কোন দেশে?- সৌদি আরব

1. 14 তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হলো?- ব্যাঙ্গালুরু
2. ‎2017 বিজয় হাজারে ট্রফি জিতলো কোন দল?- তামিলনাড়ু
3. ‎ভারতের দীর্ঘতম টানেলের নাম কি?- চেনানি নাসরি
4. ‎ভারতের দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত?- জম্বু কাশ্মীর
5. ‎স্বচ্ছ ভারত অভিযান সার্ভে অনুযায়ী নোংড়াতম শহরের নাম কি?- গোন্দা
6. ‎ভারতের প্রথম প্রাইভেট রেলওয়ে স্টেশন এর নাম কি?- হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন
7. ‎আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি?- লিও ভরৎকার
8. ‎ভারতের কোন রাজ্য প্রথম ইলেক্ট্রিক বাস সার্ভিস চালু করলো?- হিমাচলপ্রদেশ
9. ‎'Unstoppable: My Life So Far' বইটি কার লেখা?- মারিয়া শারাপোভা
10. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডিজি এর নাম কি?- সুমনবালা সাউ

1. সম্বলবারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?- হিমাচল প্রদেশ
2. ‎ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ ভারতের কোন রাজ্যে আছে?- কেরালা
3. ‎জাতীয় অঙ্ক দিবস কবে পালিত হয়?- 22 শে ডিসেম্বর
4. ‎2017 ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো?- তামিলনাড়ুর চেন্নাই
5. ‎কিউবার প্রেসিডেন্ট এর নাম কি?- রাউল কাস্ত্রো
6. ‎2018 তে বিবেকানন্দের কত তম জন্মবার্ষিকী পালিত হলো?- 156 তম
7. ‎2017 'BIG LITTLE BOOK AWARD' কে পেলেন?- নবনীতা দেব সেন
8. ‎কোন দেশ প্রথম এফএম ব্রডকাস্টিং ব্যান করলো?- নরওয়ে
9. ‎কোন ওয়েব পোর্টাল তাদের নাম পরিবর্তন করে আলতাবা আইএনসি রাখলো?- ইয়াহু
10. ‎সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি প্রথম ট্রেনের নাম কি?- মেধা


Post a Comment

Previous Post Next Post