নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স -২


জিকে পোস্ট - ২৫৪ 

1. 2017 র 31 এ অক্টোবর নিউইয়র্কের কোথায় সন্ত্রাসবাদী হামলা চালালো?
- ম্যানহাটন

2. ‎2017 র 31 এ অক্টোবর নিউইয়র্ক এর ম্যানহাটনে হামলা চালানো দুষ্কৃতীর নাম কি?
- সইফুল্ল সাইপভ

3. ‎লন্ডন আই এর অনুকরণে তৈরি হতে চলা কলকাতা আই এর উচ্চতা কত?
- 135 মিটার

4. ‎খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক কোন খাদ্যকে জাতীয় খাদ্য হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছে?
- খিচুড়ি

5. '‎ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া' ইভেন্টটি কবে কোথায় অনুষ্ঠিত হবে?
- 8 ঠা নভেম্বর, নিউদিল্লি

6. ‎গ্রেট ইন্ডিয়া ফুড স্ট্রিট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে?
- শেফ সঞ্জীব কাপুর

7. ‎আশিস নেহেরা তার শেষ আন্তর্জাতিক ম্যাচ কোন দেশের সাথে খেলল?
- নিউজিল্যান্ড

8. ‎আশিস নেহেরা ভারতের কোন রাজ্যের ক্রিকেটার?
- দিল্লী

9. ‎আশিস নেহেরার কত সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়?
- 1999

10. ‎১৮ বছর হওয়ার আগে রঞ্জিতে শচীনের পরপর কটি সেঞ্চুরি ছিল?
- 7 টি



Post a Comment

Previous Post Next Post