২০১১-সালের আদমসুমারি অনুযায়ী ভারতবর্ষ
- আয়তন ঃ ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার
- বিস্তার ঃ অক্ষাংশগত ৮° ৪' উঃ অক্ষাংশ থেকে ৩৭°৬' উঃ অক্ষাংশ ( দৈর্ঘ্য ৩২১৪ কিমি) । দ্রাঘিমাগত ঃ ৬৮° ৭' পূর্ব দ্রাঘিমা থেকে ৯৭°২৫' পূর্ব দ্রাঘিমা ( দৈর্ঘ্য ২৯৩৩ কিমি )
- উপকূল ভাগের দৈর্ঘ্য ঃ ৭৫১৬.৫ কিমি
- বর্তমান ভারতের মোট জনসংখ্যা ঃ ১২১,০১৯৩,৪২২ জন ।
- পুরুষঃ ৬২৩,৭২৪,২৮৪ ( ৫১.৫৪ %)
- নারীঃ ৫৮৬,৪৬৯,১৭৪ ( ৪৮.৪৬ % )
- ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধির হার ঃ ১৭.৬৪%
- ভারতের জনঘনত্ব ঃ ৩৮২ জন/বর্গ কিমি
- ভারতের স্বাক্ষরতার হার ঃ ৭৪.০৪ %
- সবচেয়ে বেশী জনসংখ্যা ঃ উত্তরপ্রদেশ ( ১৯,৯৫,৮১,৪৭৭ জন ) , দিল্লি (কেঃশাঃ)
- সবচেয়ে কম জনসংখ্যা ঃ সিকিম ( ৬,০৭,৬৮৮ জন ) , লাক্ষাদ্বীপ ( কেঃশাঃ)
- সবচেয়ে বেশী জনঘনত্ব ঃ বিহার ( ১১০২জন/ বর্গ কিমি) , দিল্লি ( ৯২৯৪জন/ বর্গকিমি)
- সবচেয়ে কম জনঘনত্ব ঃ অরুনাচল প্রদেশ ( ১৭জন/বর্গকিমি) , আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ
- সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির প্রবনতা যুক্ত রাজ্যঃ নাগাল্যান্ড ( ০.৪৭)
- ভারতের সর্বাধিক স্বাক্ষরতার হার ঃ কেরল (৯১.৯১%) , লাক্ষাদ্বীপ(৯২.২৪%)
- ভারতের সর্বনিম্ন স্বাক্ষরতার হার ঃ বিহার ( ৬৩.৮২%) , দাদর ও নগর হাভেলী(৬৩.৮%)
- পশ্চিমবঙ্গের স্বাক্ষরতার হার ঃ ৭৭.১%
- সর্বোচ্চ লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য ঃ কেরল
- সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য ঃ হরিয়ানা
- ভারতের প্রথম শিক্ষিততম জেলা ঃ মিজোরামের সারচিপ ( ৯৮.৭৬%)
- বৃহত্তম রাজ্য ঃ রাজস্থান ( ৩৪২২৩৯ বর্গ কিমি)
- বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ঃ আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ ( ৮.২ বর্গ কিমি)
- ক্ষুদ্রতম রাজ্য ঃ গোয়া ( ৩৭০২ বর্গ কিমি)
- ক্ষুদ্রতম কেঃশাঃঅঞ্চল ঃ লাক্ষাদ্বীপ ( ০.০৩ বর্গ কিমি)
- প্রত্যাশিত আয়ুষ্কাল ঃ পুরুষ- ৬৫.৮ বছর , নারী- ৬৮.১ বছর
- মোট লোকসভা কেন্দ্র ঃ ৫৪৩
- মোট বিধানসভা ঃ ৩৭২৬
- মহানগরের সংখ্যা ঃ ৩৫ টি
- জনগণনার স্লোগান ঃ আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ