কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ৪,৫,৬,৭

জিকে পোস্ট -  ৩১৭ 

1. ওড়িশার নবনিযুক্ত স্টেট ইলেকশন কমিশনার কে হলেন?- নব কুমার নায়েক
2. ‎ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2018 এ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কে?- শি ইউকি
3. ‎ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2018 মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কে?- বেউএন জ্যাং
4. ‎ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2018 মেয়েদের বিভাগে রানার্সআপ হলেন কে?- পি ভি সিন্ধু
5. ‎কোন বিমানবন্দর 24 ঘন্টায় সবচেয়ে বেশি বিমান উড়িয়ে তার আগের রেকর্ড ভাঙল?- ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
6. ‎শুভঙ্কর শর্মা কোন খেলার সাথে যুক্ত?- গল্ফ
7. ‎সাইপ্রাসের রাষ্ট্রপতির নাম কি?- নিকস অ্যানাস্থসিয়াডেস
8. ‎ভারতীয়দের মধ্যে কে সর্বোচ্চ রেটিং স্কোয়াশ প্লেয়ার হয়েছেন?- সৌরভ ঘোষাল
9. ‎এই বছরের তাজ মহোৎসব কোন দেবতার ওপর নৃত্যনাট্য দিয়ে শুরু হবে?- রাম
10. ‎গল্ফে ইউরোপিয়ান ট্যুর টুর্নামেন্ট কে জিতলেন?- শুভঙ্কর শর্মা

1. প্রথম ইন্টারন্যাশনাল কলা মেলা কোথায় অনুষ্ঠিত হবে?- ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, নিউ দিল্লি
2. ‎প্রথম কোন বিদেশী মিলিটারি প্রধান তেজাস এ চড়লেন?- আমেরিকান মিলিটারি চিফ 'ডেভিড এল গোল্ডফিন'
3. ‎ফেব্রুয়ারি র 4 তারিখে কোন দেশ তাদের 70 তম স্বাধীনতা দিবস পালন করলো?- শ্রীলঙ্কা
4. ‎শ্রীলঙ্কার 2018 স্বাধীনতা দিবসের থিম কি ছিল?- one nation
5. ‎বিশ্ব ক্যান্সার দিবস কবে?- 4 ঠা ফেব্রুয়ারি
6. ‎সম্প্রতি কোন রাজ্য ট্রান্সজেন্ডার বোর্ড তৈরির সিদ্ধান্ত নিলো?- মহারাষ্ট্র
7. ‎কোন দেশ সম্প্রতি সবচেয়ে ছোট স্যাটেলাইট বহনকারী রকেট লঞ্চ করলো?- জাপান
8. ‎বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির নাম কি?- সৈয়দ মাহমুদ হোসেন
9. ‎2018 U-19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী ও রানার্সআপ দলের নাম লেখ।- জয়ী-ভারত, রানার্সআপ-অস্ট্রেলিয়া
10. ‎2018 U-19 ক্রিকেট বিশ্বকাপের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট কে হলেন?- শুভমন গিল

1. কোচিন শিপইয়ার্ড কোন দেশের সঙ্গে সম্প্রতি মৌ স্বাক্ষর করলো?- রাশিয়া
2. ‎বিশ্ব জলাভূমি দিবস কবে?- 2nd ফেব্রুয়ারি
3. ‎2018 বিশ্ব জলাভূমি দিবস ভারতে কোথায় পালন করা হলো?- গুয়াহাটি, আসাম
4. ‎স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল কে?- নিলাম কাপুর
5. ‎মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2018 তে কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করলো?- শ্যাম বেনেগাল
6. ‎'টাইমস পাওয়ার ওমেন 2017' জিতলেন কে?- শবনম আস্তানা
7. ‎বিশ্বের সবচেয়ে বড় জিপলাইন চালু হলো কোন দেশে?- ইউনাইটেড আরব  এমিরেটস
8. ‎কোন দেশের স্বাস্থ্য দপ্তর হোমোসেক্সুয়ালিটি কে মানসিক রোগ বলে জানালো?- ইন্দোনেশিয়া
9. ‎কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ক্যান্সার রোগের ওষুধ তৈরির কথা জানালো?- স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
10. ‎ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে ভারত কটি স্বর্ণপদক জিতলো?- 7 টি

1. বিশ্বের বৃহত্তম হেলথপ্ল্যান এর নাম কি?- 'ModiCare'
2. ‎সম্প্রতি 100 মিটার ব্যাকস্টোক সাঁতারে রেকর্ড করলেন কে?- শ্রীহরী নটরাজ (56.90 সেকেন্ড)
3. ‎সাহিত্য একাডেমী ভাষা সম্মান 2018 পুরস্কার পেলেন কে?- শেষ আনন্দ মাধুকর
4. ‎শেষ আনন্দ মাধুকর কোন ভাষার লেখক?- মাগাহি
5. ‎সাহিত্য একাডেমির প্রেসিডেন্টের নাম কি?- বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি
6. ‎নরেন্দ্র মোদির কোন বই ছাত্রদের চাপ কাটাতে সাহায্য করবে?- 'Exam Warriors'
7. ‎ ওপেন বক্সিং টুর্নামেন্টে সোনা জিতলেন কে?- মেরি কোম
8. ‎2018 এর বাজেটে অরুণ জেটলি কোন রাজ্যে নতুন টানেল তৈরি করার সিদ্ধান্ত নিলেন?- অরুণাচল প্রদেশ
9. ‎কেন্দ্রীয় সরকার কোন চারটি নদীকে জাতীয় জলপথ বলে ঘোষণা করল?- চেনাব, সিন্ধু, ঝিলাম ও রাভি
10. ‎কোন দেশ দরিদ্র দেশদের মধ্যে প্রথম সবার চোখের প্রতি যত্ন প্রদান করা শুরু করলো?- রিয়ান্ডা


Post a Comment

Previous Post Next Post