কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর - ১৪

জিকে পোস্ট - ২৬৬ 

1. ভারতে শিশুদিবস কবে পালিত হয়?
- 14 নভেম্বর

2. ‎সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর লাইসেন্স নিয়ে যাবতীয় তথ্য জানতে যে অ্যাপ চালু করলো তার নাম কি?
- ই-সারথি

3. 'ওয়ান8' এর উৎপাদন ও বিপণন স্বত্ব কিনে নিলো কোন হেসিয়ারী সংস্থা?
- লাক্স

4. ‎সম্প্রতি জুরাসিক তিমির খোঁজ পাওয়া গেলো কোথায়?
- আটল্যান্টিক মহাসাগরে পর্তুগাল উপকূলের কাছে

5. ‎সারাদেশের সমস্ত পঞ্চায়েতে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেবে কোন সংস্থা?
- রিলায়েন্স জিও

6. ‎2017 লং টেনিসে 1 নম্বর স্থান অধিকারীর নাম কি?
- রাফায়েল নাদাল

7. ‎রোনাল্ডোর মেয়ের নাম কি?
- আলানা মার্তিনা

8. ‎2017 ব্রাজিল গ্রাপি তে চ্যাম্পিয়ন হলো কে?
- সেভাস্টিয়ান ভেটেল

9. ‎2017 টেনিসে ফেড কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো কোন দেশ?
- আমেরিকা

10. ‎2017 টেনিসে ফেডকাপ টুর্নামেন্টে কোন দেশ রানার্স হলো?
- বেলারুশ




Post a Comment

Previous Post Next Post