কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর - ১৯

জিকে পোস্ট - ২৯৮ 

1. কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপ 2017 কোথায় অনুষ্ঠিত হবে?
- দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 

2. ‎কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপ 2017 74 কেজি বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোন ভারতীয়?
- সুশীল কুমার

3. ‎এল পিচিচি ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
- ফুটবল(স্পেনের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়)

4. ‎এল পিচিচি ট্রফি 2017 কে পেলেন?
- লিও মেসি

5. ‎2017 গুজরাট বিধানসভা নির্বাচনে জিতলো কোন দল?
- বিজেপি

6. ‎2017 হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে জিতলো কোন দল?
- বিজেপি
7. ‎গুজরাটের মোট বিধানসভা আসন কটি?
- 182
8. ‎হিমাচল প্রদেশের মোট বিধানসভা আসনের সংখ্যা কটি?
- 68
9. ‎সম্প্রতি কোন ফুটবলার রক্তদাতাদের জন্য অভিনব প্রচার করলেন?
- রোনাল্ডো
10. ‎কোবে ব্রায়ান্টের কোন দুটি জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলো লস অ্যাঞ্জেলিস লেকার্স?
- 8 ও 24


Post a Comment

Previous Post Next Post