জিকে পোস্ট নম্বর ঃ ১৬০
ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহন করেন ১৯৪৬ সালের ১৪ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে । তাঁর বাবার নাম ফ্রেড ট্রাম্প । তিনি ফ্রেডের চতুর্থ সন্তান ।
১৯৭১ সালে ডোনাল্ড পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হন ।
কলেজে পড়াকালীন তিনি যোগ দেন বাবার ফ্রেড ট্রাম্প কোম্পানীতে । ১৯২৩ সালে এই কোম্পানীটি একত্রে প্রতিষ্ঠা করেন ডোনাল্ড ট্রাম্পের ঠাকুমা ও বাবা । কোম্পানীর নাম দেন এলিজাবেথ এন্ড সন । পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প কোম্পানীর নাম বদলে রাখেন ট্রাম্প অরগানাইজেসান ।
আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত (১৯৭১-২০১৭) এই কোম্পানীর প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ছিলেন ডোনাল্ড ট্রাম্প । প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁর দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার ও এরিক ট্রাম্প কোম্পানীর দেখাশুনা করেন ।
এই কোম্পানী বিশ্ববাজারে হীরের ব্যাবসা , রিয়েল এস্টেট , সহ অন্যান্য একাধিক ব্যাবসা করে ।
ট্রাম্প ব্যবসায়ী ও রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে অনুপ্রেরনাদায়ক বক্তা এবং একজন লেখক , তাঁর লেখা বই ট্রাম্প ঃ দা আর্ট অফ ডিল আমেরিকার প্রথম শ্রেনীর বিক্রিত বইয়ের তালিকায় পড়ে ।
মিস্টার ট্রাম্প এখনও পর্যন্ত তিনবার বিয়ে করেছেন । ১ম স্ত্রী - ইভানা জেলনিকোভা , ২য় স্ত্রী - মারলা মেপলস , তৃতীয় স্ত্রী - মোনালিয়া ক্লাউস ( বর্তমান )
২০০০ সালে রিফর্ম পার্টির প্রার্থী হিসাবে রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করেন , ২০১৫ সালের জুন মাসে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন ।
২০১৬ সালে ফোরবস ম্যাগাজিনে ধনকুবেরের তালিকায় দেশের ১৫৬তম ও বিশ্বে ৩২৪ তম স্থান পান ট্রাম্প ।
২০শে জানুয়ারী ২০১৭ সালে ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দ্বায়িত্ব গ্রহন করেন ।
আটলান্টিকা সিটিতে ট্রাম্পের নাম " ট্রাম্প তাজমহল " আছে , যেটি ট্রাম্প অরগানাইজেসানের তত্বাবধানে একটি ক্যাসিনো ।
ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহন করেন ১৯৪৬ সালের ১৪ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে । তাঁর বাবার নাম ফ্রেড ট্রাম্প । তিনি ফ্রেডের চতুর্থ সন্তান ।
১৯৭১ সালে ডোনাল্ড পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে স্নাতক হন ।
কলেজে পড়াকালীন তিনি যোগ দেন বাবার ফ্রেড ট্রাম্প কোম্পানীতে । ১৯২৩ সালে এই কোম্পানীটি একত্রে প্রতিষ্ঠা করেন ডোনাল্ড ট্রাম্পের ঠাকুমা ও বাবা । কোম্পানীর নাম দেন এলিজাবেথ এন্ড সন । পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প কোম্পানীর নাম বদলে রাখেন ট্রাম্প অরগানাইজেসান ।
আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত (১৯৭১-২০১৭) এই কোম্পানীর প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ছিলেন ডোনাল্ড ট্রাম্প । প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাঁর দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার ও এরিক ট্রাম্প কোম্পানীর দেখাশুনা করেন ।
এই কোম্পানী বিশ্ববাজারে হীরের ব্যাবসা , রিয়েল এস্টেট , সহ অন্যান্য একাধিক ব্যাবসা করে ।
ট্রাম্প ব্যবসায়ী ও রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে অনুপ্রেরনাদায়ক বক্তা এবং একজন লেখক , তাঁর লেখা বই ট্রাম্প ঃ দা আর্ট অফ ডিল আমেরিকার প্রথম শ্রেনীর বিক্রিত বইয়ের তালিকায় পড়ে ।
মিস্টার ট্রাম্প এখনও পর্যন্ত তিনবার বিয়ে করেছেন । ১ম স্ত্রী - ইভানা জেলনিকোভা , ২য় স্ত্রী - মারলা মেপলস , তৃতীয় স্ত্রী - মোনালিয়া ক্লাউস ( বর্তমান )
২০০০ সালে রিফর্ম পার্টির প্রার্থী হিসাবে রাজনীতির আঙ্গিনায় প্রবেশ করেন , ২০১৫ সালের জুন মাসে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন ।
২০১৬ সালে ফোরবস ম্যাগাজিনে ধনকুবেরের তালিকায় দেশের ১৫৬তম ও বিশ্বে ৩২৪ তম স্থান পান ট্রাম্প ।
২০শে জানুয়ারী ২০১৭ সালে ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে দ্বায়িত্ব গ্রহন করেন ।
আটলান্টিকা সিটিতে ট্রাম্পের নাম " ট্রাম্প তাজমহল " আছে , যেটি ট্রাম্প অরগানাইজেসানের তত্বাবধানে একটি ক্যাসিনো ।
Tags:
জীবনী ও বানী