৫১। গুল্বুদ্দিন হেকমাতিয়ার কে ?
উঃ আফগানিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী যার নাম আন্তর্জাতিক জঙ্গি তালিকা থেকে হালেই সরিয়ে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ ।
৫২। পশ্চিমবঙ্গের ২১ তম জেলার নাম কি ?
উঃ কালিম্পং ।
৫৩। হাসান আলি খায়রে কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ?
উঃ সোমালিয়া ।
৫৪। গুজরাটের পুলিশের শীর্ষ পদে কে আছেন ?
উঃ প্রথম মহিলা পুলিশ প্রধান গীতা জোহরি ।
৫৫। ভারতের কোন যুদ্ধ জাহাজ প্রথমবার সৌরবিদ্যুতের সাহায্যে চালনা করা হয় ?
উঃ আই এন এস সর্বেক্ষক ।
৫৬। সন্দীপ দাস এ বছর কোন অ্যালবামের জন্য গ্র্যামী অ্যাওয়ার্ড জিতেছেন ?
উঃ সিং মি হোম ।
৫৭। পিপল'স রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স -রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা কে ?
উঃ ইরম শর্মিলা চানু ।
৫৮। সম্প্রতি কোন ভাষাকে পঃবঙ্গের মুখ্যমন্ত্রী স্বীকৃতিদানের কথা ঘোষণা করেছেন ?
উঃ ওঁরাও জনজাতির কুরুপ ভাষা ।
৫৯। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে ?
উঃ ই কে পালানিস্বামী
৬০। এবছর গ্র্যামী অ্যাওয়ার্ডে ৫ টি গ্র্যামি জিতেছেন কোন গায়িকা ?
উঃ ব্রিটিশ গায়িকা অ্যাডেল ।
৬১। ২০১৭ ব্রিকস সামিটের থিম কি ?
উঃ স্ট্রংগার পার্টনারশিপ ফর আ ব্রাইট ফিউচার ।
৬২। অস্কার পুরষ্কারপ্রাপ্ত ' দ্য সেলসম্যান ' ছবিটির পরিচালক কে ?
উঃ আসগর ফারহাদি ।
৬৩। আটিস্টিক জিমন্যাস্ট সিমোনে বাইলস কোথাকার বাসিন্দা ?
উঃ আমেরিকার
৬৪। জার্মানির বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?
উঃ ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়র
৬৫। বার্লিন ফিল্ম ফেস্টিভালে গোল্ডেন বিয়ার পুরষ্কার জিতল কোন সিনেমা ?
উঃ হাঙ্গেরির ' অন বডি অ্যান্ড সোল ' ।
৬৬। নেপালের প্রধানমন্ত্রীর নাম কি ?
উঃ শের বাহাদুর দিউবা ।
৬৭। ভারতে আমেরিকার রাষ্ট্রদূতের নাম কি ?
উঃ কেনিথ আই জস্টার ।
৬৮। জাতিসংঘের কাউন্টার টেররিজম অফিসের প্রধান কে ?
উঃ ভ্লাদিমির ইভানোভিচ ভোরোঙ্কর ।
৬৯। বর্তমানে আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান কে ?
উঃ ইমরান খাওয়াজা
৭০। কানাডার সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে কোন ভারতীয় নিযুক্ত হলেন ?
উঃ পালবিন্দর কাউর শেরগিল । এই ক্ষেত্রে ইনিই প্রথম ভারতীয় মহিলা ।
৭১। সম্প্রতি কোন ভারতীয় আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ?
উঃ দলবীর ভান্ডারী ।
৭২। জি এস টি - এর বিপনন দূত হিসাবে নিযুক্ত করা হয় কোন অভিনেতাকে ?
উঃ অমিতাভ বচ্চন ।
৭৩। সম্প্রতি ফ্রান্সের শ্রেষ্ঠ অসামরিক সন্মান লিজিয়ন ডি অনারে - কোন বাঙালীকে ভূষিত করা হয়েছে ?
উঃ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ।
৭৪। কপিরাইট অফিসের রেজিস্টার হিসাবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে ?
উঃ হোসিয়ার সিং ।
৭৫। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারী এডুকেশানের সেক্রেটারির নাম কি ?
উঃ অনুরাগ ত্রিপাঠী ।
উঃ আফগানিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী যার নাম আন্তর্জাতিক জঙ্গি তালিকা থেকে হালেই সরিয়ে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ ।
৫২। পশ্চিমবঙ্গের ২১ তম জেলার নাম কি ?
উঃ কালিম্পং ।
৫৩। হাসান আলি খায়রে কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ?
উঃ সোমালিয়া ।
৫৪। গুজরাটের পুলিশের শীর্ষ পদে কে আছেন ?
উঃ প্রথম মহিলা পুলিশ প্রধান গীতা জোহরি ।
৫৫। ভারতের কোন যুদ্ধ জাহাজ প্রথমবার সৌরবিদ্যুতের সাহায্যে চালনা করা হয় ?
উঃ আই এন এস সর্বেক্ষক ।
৫৬। সন্দীপ দাস এ বছর কোন অ্যালবামের জন্য গ্র্যামী অ্যাওয়ার্ড জিতেছেন ?
উঃ সিং মি হোম ।
৫৭। পিপল'স রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স -রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা কে ?
উঃ ইরম শর্মিলা চানু ।
৫৮। সম্প্রতি কোন ভাষাকে পঃবঙ্গের মুখ্যমন্ত্রী স্বীকৃতিদানের কথা ঘোষণা করেছেন ?
উঃ ওঁরাও জনজাতির কুরুপ ভাষা ।
৫৯। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে ?
উঃ ই কে পালানিস্বামী
৬০। এবছর গ্র্যামী অ্যাওয়ার্ডে ৫ টি গ্র্যামি জিতেছেন কোন গায়িকা ?
উঃ ব্রিটিশ গায়িকা অ্যাডেল ।
৬১। ২০১৭ ব্রিকস সামিটের থিম কি ?
উঃ স্ট্রংগার পার্টনারশিপ ফর আ ব্রাইট ফিউচার ।
৬২। অস্কার পুরষ্কারপ্রাপ্ত ' দ্য সেলসম্যান ' ছবিটির পরিচালক কে ?
উঃ আসগর ফারহাদি ।
৬৩। আটিস্টিক জিমন্যাস্ট সিমোনে বাইলস কোথাকার বাসিন্দা ?
উঃ আমেরিকার
৬৪। জার্মানির বর্তমান প্রেসিডেন্টের নাম কি ?
উঃ ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়র
৬৫। বার্লিন ফিল্ম ফেস্টিভালে গোল্ডেন বিয়ার পুরষ্কার জিতল কোন সিনেমা ?
উঃ হাঙ্গেরির ' অন বডি অ্যান্ড সোল ' ।
৬৬। নেপালের প্রধানমন্ত্রীর নাম কি ?
উঃ শের বাহাদুর দিউবা ।
৬৭। ভারতে আমেরিকার রাষ্ট্রদূতের নাম কি ?
উঃ কেনিথ আই জস্টার ।
৬৮। জাতিসংঘের কাউন্টার টেররিজম অফিসের প্রধান কে ?
উঃ ভ্লাদিমির ইভানোভিচ ভোরোঙ্কর ।
৬৯। বর্তমানে আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান কে ?
উঃ ইমরান খাওয়াজা
৭০। কানাডার সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে কোন ভারতীয় নিযুক্ত হলেন ?
উঃ পালবিন্দর কাউর শেরগিল । এই ক্ষেত্রে ইনিই প্রথম ভারতীয় মহিলা ।
৭১। সম্প্রতি কোন ভারতীয় আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ?
উঃ দলবীর ভান্ডারী ।
৭২। জি এস টি - এর বিপনন দূত হিসাবে নিযুক্ত করা হয় কোন অভিনেতাকে ?
উঃ অমিতাভ বচ্চন ।
৭৩। সম্প্রতি ফ্রান্সের শ্রেষ্ঠ অসামরিক সন্মান লিজিয়ন ডি অনারে - কোন বাঙালীকে ভূষিত করা হয়েছে ?
উঃ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ।
৭৪। কপিরাইট অফিসের রেজিস্টার হিসাবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে ?
উঃ হোসিয়ার সিং ।
৭৫। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারী এডুকেশানের সেক্রেটারির নাম কি ?
উঃ অনুরাগ ত্রিপাঠী ।