কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ১০

জিকে পোস্ট -  ২৬২ 

1. 2017 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে?
- গোয়া

2. ‎2017 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কততম ফিল্ম ফেস্টিভ্যাল?
- 48 তম

3. ‎মঙ্গলগ্রহে নাসা যে নাম লেখা মাইক্রোচিপ সমন্বিত যে নাম পাঠানো হবে তাতে ভারতীয়দের সংখ্যা কত?
- 1 লাখ 38 হাজার

4. ‎23 তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্ভোধন কোথায় হবে?
- নেতাজী ইন্ডোর

5. ‎সম্প্রতি তৃতীয় লিঙ্গের সরকারী স্বীকৃতি দিলো কোন দেশ?
- জার্মানি

6. ‎বিশ্ব উদ্যোগপতি সম্মেলন এবার কোথায় অনুষ্ঠিত হবে?
- হায়দ্রাবাদ, ভারত

7. ‎2018 isl এ ATK এর কোচের নাম কি?
- টেডি শেরিংহ্যাম

8. ‎2018 isl এ কেরালা ব্লাস্টার্স এর কোচের নাম কি?
- স্টিভ কোপেল

9. ‎2018 ফুটবল বিশ্বকাপের বলের নাম কি?
- টেলস্টার এইটটিন

10. ‎কলকাতা খুলনা চালু হওয়া বন্ধন এক্সপ্রেস কয় পথ অতিক্রম করবে?
- 172 কিমি


Post a Comment

Previous Post Next Post