কারেন্ট অ্যাফেয়ার্স ৫১-৭৫

জিকে পোস্ট নম্বর ঃ ২০১ 

৫১। বম্বে স্টক এক্সচেঞ্জের নতুন পদে কাকে নিয়োগ করা হল ?
উঃ ধীরেন্দ্র স্বরূপ 
৫২। পাপুয়া নিউ গিনিয়ার নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হলেন ?
উঃ পিটার ও'নীল 
৫৩। সম্প্রতী ব্রোঞ্জ জয়ী মুঞ্জ কুমারী কোন খেলার সাথে যুক্ত ?
উঃ রেস্টলিং 
৫৪। জুনিয়ার ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়ানশীপ কোথায় অনুষ্ঠিত হল ?
উঃ ফিনল্যান্ডের ' ট্রাম্পের '-এ 
৫৫। রশ্মী শুক্লা কমিটির কাজ কি ?
উঃ মহারাষ্ট্র  আইটি সেক্টরে যুক্ত মহিলা চাকুরীজীবীদের সুরক্ষা করা । 
৫৬। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পোর্টাল ' MahaDBT ' চালু করলো ?
উঃ মহারাষ্ট্র সরকার 
৫৭। SIDBI -এর পুরো নাম কি ?
উঃ Small Industries Development Bank of India 
৫৮। ২০১৭ ব্রিক্স আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?
উঃ সাংহাই , চায়না 
৫৯। ' পিন ভ্যালি ' ন্যাশানাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ হিমাচল প্রদেশ 
৬০। সম্প্রতি সেবি - ' ফেয়ার মার্কেট কন্ডাক্ট ' পদ্ধতি চালু করার জন্য কোন কমিটি স্থাপন করল ?
উঃ টি কে বিশ্বনাথন কমিটি 
৬১। FUTP -এর পুরো কথা কি ?
উঃ  Fraudulent & Unfair Trade Practices 
৬২। ভারতের প্রথম বেসরকারী মিসাইল তৈরির ইউনিট কোন শহরে স্থাপন করা হল ?
উঃ হায়দ্রাবাদ 
৬৩। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিশাইল - কারা তৈরি করেছেন ?
 উঃ দ্য কল্যানী র‍্যাফেল অ্যাডভান্সড সিস্টেম 
৬৪। নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উঃ রাজীব কুমার 
৬৫। সম্প্রতি কোন কমিটি ' ইন্সটিটিউলাইজেশান অফ আরবিট্রেশান মেকানিজম ইন ইন্ডিয়া ' এর তথ্য প্রকাশ করলো ?
উঃ বি এন শ্রী কৃষ্ণ কমিটি 
৬৬। সম্প্রতি মাইক্রোসফট ভারতের কোন রাজ্যের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত MINE-প্ল্যাটফর্ম চালু করলো ?
উঃ তেলেঙ্গানা 
৬৭। সম্প্রতি প্রয়াত রবার্ট হার্ডি কোন দেশের অধিবাসী ছিলেন ?
উঃ ইংল্যান্ড 
৬৮। ভারতের কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারীতে ১৯২ প্রজাতির পাখী সংরক্ষিত আছে ?
উঃ কেরালার চিন্মিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারীতে 
৬৯। অঙ্কুর মিত্তাল কোন খেলার সাথে যুক্ত ?
উঃ শুটিং 
৭০। APCI এর পুরো কথা কি ?
উঃ Arbitration Promotion Council of India 
৭১। কাজাকিস্তানে ভারতের নতুন দূত হিসাবে কাকে নিযুক্ত করা হল ?
উঃ প্রভাত কুমার 
৭২। PFRDA এর পুরো কথা কি ?
উঃ Pension Fund Regulatory & Development Authority 
৭৩। MSME এর পুরো কথা কি ?
উঃ Micro Small and Medium Scale Enterprises 
৭৪। 2017 Digital Evalution Index অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত ?
উঃ ৫৩ তম 
৭৫। BHARAT 22 - কি ?
উঃ ভারতের নতুন এক্সচেঞ্জ ট্রেডের ফান্ডের নাম BHARAT 22 . 

Post a Comment

Previous Post Next Post