জিকে পোস্ট নাম্বারঃ ১৪২
► দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৫০ টি সদস্য দেশ নিয়ে গড়ে ওঠে রাষ্ট্রপুঞ্জ । ১৯৪৫ সালের ২৫ শে এপ্রিল থেকে ২৬শে জুন পর্যন্ত আমেরিকার সানফ্রান্সিসকোতে সদস্যদেশের প্রতিনিধিরা এর খসড়া সনদ নিয়ে আলোচনা চালান । ঐ বছর ২৬ শে জুন ৫০ টি সদস্য দেশের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন । অবশেষে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জন্ম নেয় রাষ্ট্রপুঞ্জ । এটি আসলে সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন ।
► বর্তমানে ১৯২ টি দেশ এর সদস্য ।
► সরকারী ভাষা ঃ আরবি , ফরাসী , রুশ , স্পেনীয় , চীনা ও ইংরেজী ।
► সদর দপ্তর ঃ নিউইয়র্ক ( আমেরিকা যুক্তরাষ্ট্র )
► রাস্ট্রপুঞ্জের নামকরন করেন আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি - রুজভেল্ট ।
► রাস্ট্রপুঞ্জের মুখ্য বিভাগ ঃ ৬টি
১। সাধারন সভা , ২। নিরাপত্তা পরিষদ , ৩। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ , ৪। সচিবালয় , ৫। অছি পরিষদ , ৬। আন্তর্জাতিক আদালত
► রাস্ট্রপুঞ্জের মহাসচিব গণের তালিকা
১। ১৯৪৬-৫৩ ঃ ট্রিগভি লাই ঃ নরওয়ে
২। ১৯৫৩-৬১ ঃ ডাগ হ্যামারসকোল্ড ঃ সুইডেন
৩। ১৯৬১-৭১ ঃ ইউ থান্ট ঃ বার্মা
৪। ১৯৭২-৮১ ঃ কুর্ট ভাল্ডহাইম ঃ অস্ট্রিয়া
৫। ১৯৮২-৯১ ঃ জেভিয়ার ডি কুয়েলার ঃ পেরু
৬। ১৯৯২-৯৬ ঃ বুত্রোস বুত্রোস ঘালি ঃ মিশর
৭। ১৯৯৭-২০০৬ ঃ কোফি আন্নান ঃ ঘানা
৮। ২০০৭-২০১৭ ঃ বান কি মুন ঃ দক্ষিণ কোরিয়া
৯। ২০১৭ - ঃ অ্যান্টনিও গুটারেস ঃ পর্তুগাল