বিজ্ঞান ২৬-৫০

২৬। মৌমাছি গড়ে কতদিন বাঁচে ? উঃ ৫০ থেকে ৬০ দিন
২৭। মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায় ? উঃ ৪০ থেকে ৪৫ বয়সে
২৮। কোন ভিটামিনকে বায়োটিন বলে ? উঃ ভিটামিন H
২৯। ফ্যাট কিসে দ্রবনীয় ? উঃ ইথার ও ক্লোরোফর্ম
৩০। ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ? উঃ ১২ অনু
৩১। ক্ষুদ্রান্ত্রের 'C' আকৃতির অংশকে কি বলে ? উঃ ডিওডিনাম
৩২। দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ? উঃ ইডেমা
৩৩।  "Heart of Heart" কাকে বলে ? উঃ হিজ-এর বান্ডিল
৩৪। হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ? উঃ বাম নিলয়
৩৫। কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ? উঃ উট
৩৬। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ? উঃ প্লীহা
৩৭। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ? উঃ ভেগাস
৩৮। গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ? উঃ পাকস্থলী
৩৯। কোন হরমোন রক্তচাপ বাড়ায় ? উঃ আড্রিনালিন
৪০। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ? উঃ ২৪ টি ভাগে
৪১। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ? উঃ বেন্থাম ও হুকার
৪২। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ? উঃ  প্লাস্টিড
৪৩। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ? উঃ অ্যানাবিনা , নস্টক
৪৪। কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা' ? উঃ সীসা
৪৫। 'পিউটার' ধাতু সংকর উপাদানে কি কি থাকে ? উঃ ৫০% সীসা ও ৫০% টিন
৪৬। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ? উঃ নিচে
৪৭। ' সোরেল সিমেন্ট ' কি কাজে ব্যাবহার করা হয় ?উঃ দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়
৪৮। স্থায়ী চুম্বক  তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ? উঃ ইস্পাত
৪৯। যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ? উঃ সাইট্রিক অ্যাসিড
৫০। 'টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ? উঃ শ্বেতসার 

Post a Comment

Previous Post Next Post